জাহান্নামের সবচেয়ে কম বা লঘু শাস্তি

নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : 

কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম বা লঘু শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এই যে, তার দুই পায়ের তালুর নিচে আগুনের দু’টি অংগার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে । সে মনে করবে, তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি । অথচ সে-ই জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা শাস্তিপ্রাপ্ত ।

[প্রমাণ : বুখারী : ৮/১৪৪ (৬৫৬২), মুসলিম : ১/১৩৫, ২১৩, ৩৬৩ ও ৩৬৪]
Previous
Next Post »