নীতিমালা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 

'হিলফুল ফুজুল' ব্লগে আপনাকে স্বাগতম 

[ বাংলাদেশের শাইখ, মুফতি, মাওলানা, ওলামায়ে সহ বিভিন্ন ইসলামিক ব্যক্তিবর্গের বাংলা ওয়াজ মাহফিল, ইসলামিক প্রশ্ন-উত্তর, ইসলামিক আলোচনা ও বিভিন্ন ইসলামিক বিষয় সম্পর্কে জানুন এবং নিজে যাচাই করুন ]

'হিলফুল ফুজুল' এ পোস্ট পাঠানো ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন । 'হিলফুল ফুজুল' পোস্ট ও মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি 'নীতিমালা ও ব্যবহারবিধি' পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন । প্রকাশিত তথ্য ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব 'হিলফুল ফুজুল' বহন করে না ।

পোস্ট করা সংক্রান্ত 

  • হিলফুল ফুজুল এ প্রকাশিত সকল পোস্ট ইসলামিক সংক্রান্ত হতে হবে । সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত ইসলামিক পোস্টও প্রধান্য পাবে । 
  • সকল বার্তা পোস্টের মূল শিরনাম অবশ্যই বাংলায় এবং পোস্টের বিবরনে ৯০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না । ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন । 
  • ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোস্ট করা যাবে না । 
  • টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন । ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন । কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন । 
  • বিভিন্ন মাধ্যম হতে সংগৃহীত বার্তা প্রকাশ করা হলে পোস্টটির স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা 'হিলফুল ফুজুল' বহন করবে । 'হিলফুল ফুজুল' এর বিবেচনায় পোস্টটি স্থায়ি যোগ্য হলে তা স্থায়ী হবে অন্যথায় স্থগিত করা হবে । 
  • পূর্বে প্রকাশিত নিজের বার্তা বা নিজের ব্যক্তিগত ব্লগের বার্তা, লেখক নিজে হুবহু পোস্ট করতে পারবে ।
  • নিজের ব্যক্তিগত ব্লগের তথ্য অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত তথ্য পোস্ট করতে 'হিলফুল ফুজুল' এর বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই । 
  • অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করা যাবে না । 
  • ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্টে করা যাবে না । 
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না ।
  • অর্ধেক বার্তা দিয়ে বাকি বার্তা জানতে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না । 
  • কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে পোস্ট করা যাবে না । 
  • পোস্টের ভিতরে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে । 
  • ইসলামিক স্বার্থে নয় অন্য কোনো উদ্দেশ্যে এমন কোন পোস্টে প্রকাশ করা যাবে না । 
  • প্রচারণার ও প্রমোশনের উদ্দেশ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ দ্বারা আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা, আলোচনাসভার আয়োজনের খবর ও অংশগ্রহণের খবর প্রকাশ করা যাবে না । শুধুমাত্র বিশ্বস্ত মুক্ত কমিউনিটি, সংঘ, অবাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্বস্ত গ্লোবাল প্রতিষ্ঠান ও কমিউনিটি দ্বারা আয়োজিত বিভিন্ন আয়োজনের খবর প্রকাশ করা যাবে । 
  • পণ্য বা সেবা ক্রয়ের জন্য পোস্টে সরাসরি পণ্য ও সেবার মূল্য উল্লেখ করা, যোগাযোগের ঠিকানা দেওয়া, ফোন নম্বর উল্লেখ করা যাবে না এটি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধি । 
  • প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না । এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন । 
 এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য 'হিলফুল ফুজুল' যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো প্রকাশক পোস্ট অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার করার ক্ষমতা রাখে।

মন্তব্য করা সংক্রান্ত 

  • প্রকাশক কিংবা যেকোনো ব্যক্তি, কাউকে গালিগালাজ করা যাবে না । 
  • কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না । 
  • অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না । 
  • প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না । 
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব 'হিলফুল ফুজুল' বহন করে না ।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য 'হিলফুল ফুজুল' যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো প্রকাশকের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে। 

প্রকাশকের ও মন্তব্যকারীর নাম সংক্রান্ত 

  • প্রকাশকের বা মন্তব্যকারীর নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য কোন ব্যক্তি এর নামকে হেয় করে । 
  • বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন 
    প্রকাশকের বা মন্তব্যকারীর নাম তৈরি ও ব্যবহার করা যাবে না । 
  • সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন প্রকাশকের বা মন্তব্যকারীর নাম ব্যবহার করা যাবে না ।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য 'হিলফুল ফুজুল' যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো প্রকাশক বা মন্তব্যকারীকে অপসারণ/ বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে । 

নীতিমালার পরিবর্তন 

  • 'হিলফুল ফুজুল' নীতিমালা পরিবর্তনশীল । বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা 'হিলফুল ফুজুল' বহন করে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই এ পরিবর্তন সাধিত হবে । নীতিমালা কোন ধরনের পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে ।