নামাজের আরকানসমূহ

সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে । আরকান মোট ৭টি । যথা - 

১. তাকবীর বলে তহরীমা বাঁধা

২. কেয়াম অর্থাৎ সোজা হয়ে দাড়াঁন

৩. কেরাত পাঠ করা 

৪. রুকু দেওয়া

৫. সিজদা দওয়া

৬. বৈঠক করা 

৭. সালাম ফিরিয়ে নামায শেষ করা

Previous
Next Post »