নামাজের আহকামসমূহ

সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে কতকগুলো কাজ আছে । এগুলো অবশ্যই পালন করতে হয় । এগুলোর যেকোনো একটি ছুটে গেলে সালাত হয় না । এই কাজগুলোকে সালাতের ফরজ বলে ।

সালাত বা নামাজ শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে, সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে । আহকাম ৭টি । যথা -

১. শরীর পাক থাকা

২. পরিধানের কাপড়-চোপড় পাক থাকা 

৩. নামাযের জায়গা পাক থাকা

৪. কিবলামুখী হয়ে নামায পড়া

৫. শরীর বস্ত্রাবৃত করা 

৬. ওয়াক্ত মত নামায পড়া

Previous
Next Post »