আরবি : يَا رَحِيْمُ
বাংলা উচ্চারণ : ইয়া রাহীমু
অর্থ : হে করুণাময় !
১. এই নাম লিখে পানিতে ধুয়ে সেই পানি বৃক্ষের মূলে ঢাললে এতে অধিক ফল ফলবে ।
২. প্রত্যেক ফজরের নামাযের বাদে নিয়িমিত এই নামটি পাঁচ’শ বার যিকির করলে আল্লাহর সমগ্র সৃষ্টি তার উপর সহানুভূতিশীল ও কৃপাবান হয় । এমনকি মহাশক্রর মনেও কৃপার উদ্রেক হয় ।
৩. যদি কেউ নামটির সাথে ইয়া রাহমানু নামটিও সংযুক্ত করে প্রতি ওয়াক্ত নামাযের বাদে পাঁচ’শ বার করে, তবে সে ইবাদাতে অত্যন্ত আনন্দ এবং স্বাদ অনুভব করবে ।
৪. প্রেমিক-প্রেমিকা এই নাম জাফরান দ্বারা লিখে ধুয়ে সেই পানি পান করলে তাদের মধ্যে গভীর প্রেম জন্মাবে, প্রেম সার্থক হবে ।
সাবধান ! এই আমল নিষিদ্ধ স্থলে করলে বিপদাপন্ন হবে ।
৫. কোন কঠিন বিপদে লিপ্ত হলে ‘আররাহমানুর রাহীম’ এভাবে এসেম দু’টি জাফরান দ্বারা লিখে ধুয়ে পান করলে বা তাবীজকারে সঙ্গে রাখলে বিপদমুক্তি ঘটবে ।
EmoticonEmoticon