শবে-ক্বদরের নামায

সবে ক্বদর সম্পর্কে আল্লাহ রাববুল আ’লামীন নিজেই কোরআন মজীদে উল্লেখ করিয়াছেন যে, এই রাত্রে কোরআন মজীদ অবতীর্ণ করা হইয়াছে । এই রাত্র হাজার মাসের চেয়েও মর্যাদাসম্পন্ন বা উত্তম । এই রাত্রিতে রহমতের ফেরেশতাগণ আল্লাহর নির্দেশে রহমত নিয়া আল্লাহর বান্দাদের মধ্যে উহা বিলিবন্টন করার জন্য নাজিল হয় এবং সুবহে সাদেক পর্যন্ত দুনিয়ায় অবস্থান করে । অতএব, এই রাত্রের মর্যাদার দিকে লক্ষ্য করিয়া প্রত্যেক মুসলমান নর-নারীর গুনাহ মাপের জন্য সমস্ত রাত্রি জাগিয়া নফল নামায, কোরআন তেলওয়াত ও জিকির আযকারের মধ্যে অতিবাহিত করা উচিৎ । আল্লাহপাক এ রাত্রির উছিলায় প্রত্যেকের গুনাহ মাফ করিয়া দিবেন ।

Previous
Next Post »