সাহস বৃদ্ধি, বিপদমুক্তি এবং কাজের ভবিষ্যৎ অবগত হওয়ার আমল

আরবি :   يَا مُهَيْمِنُ

বাংলা উচ্চারণ : ইয়া মুহইমিনু

বাংলা অর্থ : হে সত্য সাক্ষী !


১. গোসলান্তে দু’রাকাত নফল নামায পড়ে নির্জন স্থানে বসে এই নাম এক’শ বার যিকির করলে মনে সাহস বৃদ্ধি পায় ।

২. এগার’শ পনেরবার করে এই নামটি একাধারে চল্লিশদিন পর্যন্ত প্রত্যহ পাঠ করলে তার যে কোন ধরনের বিপদাপদ দূর হয়ে যাবে, এমনকি প্লেগ ও ক্যান্সার জাতীয় কঠিন রোগে আক্রান্ত হলেও এই আমলের বরকতে আরোগ্য লাভ করবে ।

৩. কেউ যদি এই পবিত্র নাম একখন্ড কাগজের উপর এগার’শ পনেরবার লিখে একাধারে তিনদিন ফজরের নামাযের বাদে সেই বৈঠকে বসে গভীর মনোযোগের সাথে ঐ লিখিত কাগজখন্ডের দিকে তাকিয়ে তা দেখতে থাকে এবং এই এই নাম বার বার পাঠ করে তবে আল্লাহর মর্জিতে সে আরদ্ধ কাজের ফলাফলা পূর্বাহ্নেই অবগত হতে পারবে ।

Previous
Next Post »