মহিলাদের জন্য পর্দা করা বিষয়ক প্রশ্ন ও উত্তর

জিজ্ঞাসা : মহিলাদের জন্য পর্দা করা উত্তম, নাকি তা ফরয ?

জবাব : মহিলাদের জন্য পর্দা করা ফরয । করলে উত্তম, না করলেও চলে এমন নয় । আর পর্দা বলতে চেহারা ঢাকা পর্দা । মহানবী (সঃ)এর যুগে পর্দায় মহিলাদের চেহারা ঢাকার ব্যাপারে দুই শ্রেণীর আমল ছিল । পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পরে সকলেই চেহারা ঢেকে পর্দা করত । কোন কোন হাদীসে চেহারা না ঢাকার যে বর্ণনা পাওয়া যায়, তা পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বেকার । 

[প্রমাণ : ৪৯৭ ইবনে উষাইমীন

Previous
Next Post »