স্ত্রী স্বামীর অধিকার সংরক্ষণ করিবে

স্ত্রীর অধিকারের ব্যাপারে ইসলাম পুরুষের উপর যে দায়িত্ব দিয়েছে, তাহার কিছু বিবরণ আগে উল্লেখ করা হইয়াছে । স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্য তাই স্বামীর প্রতি স্ত্রীর অধিকার । একপেশে আইন কখনও পূর্ণ আইন হইতে পারে না । এবং সেই একপেশে আইন মানুষের কল্যাণও আনিতে পারে না । যে আইন শুধু পুরুষের জন্যে তাহাতে স্ত্রীর অধিকার খর্ব হইয়া যায় । আর যে আইন শুধু স্ত্রীদের জন্যে তাহাতে পুরুষের অধিকার খর্ব হইয়া যায় । ফলে এই আইন মানুষের কল্যাণ কাজে লাগিতে পারে না । একমাত্র ইসলামই হইতেছে সম্পূর্ণ আইন যাহাতে স্ত্রী এবং স্বামী উভয়েরই কর্তব্য ও অধিকার প্রতিষ্ঠিত করিয়াছে ।

স্ত্রী জন্মগতভাবেই দুর্বল । আবেগ উচ্ছাসের দিক দিয়া ভারসাম্যহীন, দৈহিক আকার অঙ্গিকের দৃষ্টিতেও পুরুষের তুলনায় ক্ষীণ, নাজুক, কোমল ও কমশক্তি সম্পন্ন । এই জন্যে নারীর প্রতি অধিকার অনুগ্রহপূর্ণ দৃষ্টিদান এবং অধিক প্রেম-ভালবাসা পোষণ করা অপরিহার্য । কিন্তু তাই বলিয়া তাহাদের পক্ষে উপযুক্ত ও জরুরী দায়িত্ব ও কর্তব্য অর্পন করা থেকে তাহাদের নিস্কৃতি দেয়া যায় না । কেননা তাহলে স্ত্রী এবং স্বামীর জীবন অত্যন্ত কষ্টপূর্ণ ও দুর্যোগপূর্ণ হইয়া যাইবে ।

Previous
Next Post »