১. যদি কেউ স্বপ্নে কোন মহিলা কোন কিশোরকে স্বপ্নে দেখে, তবে সে ঐ কিশোরের রূপ সৌন্দর্য ও ভালমন্দ হিসেবে কল্যাণ ও মঙ্গল লাভ করবে ।
২. কেউ বলেন, যদি কেউ স্বপ্নে তার ছোট ছেলেকে সাবালক পুরুষ দেখে, তবে এটা তার মৃত্যুর ইংগিত করে ।
৩. কেউ বলেন, বাচ্চাদের মধ্যে যদি কেউ নিজেকে সাবালক এবং পুরুষদের অন্তর্ভুক্ত দেখে, তবে এটা তার শক্তি-সামর্থ এবং পরস্পর সহযোগিতার প্রতি ইংগিত করে ।
৪. এমনও হতে পারে যে, যদি কেউ স্বপ্নে দেখে যে, তার একটি পুত্র সন্তান হয়েছে, অথচ তার স্ত্রী গর্ভবতী, তবে তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করবে । আর এমনও হতে পারে যে, যদি স্বপ্নে দেখে যে, তার একটি মেয়ে সন্তান হয়েছে, তবে তার স্ত্রী পুত্র সন্তান জন্ম দিবে ।
৫. কখনও স্বপ্ন দেখার ব্যাপারে মানুষের স্বভাব ভিন্নমুখী হতে পারে, সুতরাং যদি কেউ স্বপ্নে দেখে যে, তার একটি ছেলে সন্তান হয়েছে, তবে বাস্তবেও তাই হবে । অথবা যদি স্বপ্নে দেখে যে, তর একটি মেয়ে সন্তান হয়েছে, তবে বাস্তবেও মেয়ে হবে ।
৭. সুতরাং মানুষকে জিজ্ঞাসাবাদ করলে এবং মানুষের স্বভাব অনুসন্ধান করলে এ সততার সন্ধান পাওয়া যাবে ।বর্ণিত আছে, একজন মহিলা মক্কা শরীফে কোরআন পড়তেছিল । স্বপ্নে দেখতে পেল যে, কাবার চতুর্দিকে অপ্রাপ্তবয়স্ক বালক-বালিকারা তাদের হাতে ফুল নিয়ে কুসুমী রংয়ের পরিধান করে রয়েছে । এ দৃশ্য দেখে [আশ্চর্যভাবে] বলল সুবহানাল্লাহ! কাবার পাশে এ অবস্থা! উত্তরে বলা হল, তুমি কি জাননা যে, গত রাত্রে আবদুল আজিজ ইবনে আবী দাউদ বিবাহ বরেছেন? সাথে সাথে মহিলাটি জাগ্রত হল এবং জানতে পারল যে, ঐ মুহূর্তেই আবদুল আজিজ ইবনে আবী দাউদ ইন্তেকাল করেছেন ।
৮. অপরিচিত যুবক স্বপ্নে দেখা শত্রু, আর বৃদ্ধা দেখা সৌভাগ্য এবং ঐ চেষ্টা-তদবীরের ফলাফল বুঝায়, যা সে করছে । আর বৃদ্ধের পক্ষে হতে কোন কিছু দিতে দেখা বা কথা বলতে দেখা, এটা তার ভাগ্য বা নির্ধারিত অংশ বা চেষ্টা-তদবীরের ফলাফল বুঝায় । আর এ সমস্ত কিছুই নির্ভর করে, বৃদ্ধের ভালমন্দ, সৌন্দর্য-অসৌন্দর্য, পূর্ণতা-অপূর্ণতা, শক্তি ও দুর্বলতা ইত্যাদির উপর ।
৯. অপরিচিতা বৃদ্ধা মহিলা স্বপ্নে দেখার ফলাফল; বৎসরের শুভ-অশুভ এবং ভালমন্দের দ্বারাই দেয়া হয় । সুতরাং বৃদ্ধার ভালমন্দ, পূর্ণতা-অপূর্ণতা ইত্যাদির উপরই বৎসরের ভাল-মন্দ ইত্যাদির ফলাফল নির্ভর করবে ।
১০. যদি কোন অপরিচিতা মেয়েকে তার সাথে কথা বলতে দেখে, বা তাকে কোন কিছু দিতে দেখে, বা কোন মেয়ের সাথে আলিঙ্গন করতে দেথে, বা তাকে আদর করতে দেখে, বা তার সাথে উঠাবসা করতে দেখে, বা তার সাথে শুক্রাপাত করা ছাড়াই সহবাস করতে দেখে, তবে এর ব্যাখ্যা হল, বৎসর বা দিনকালের ভালমন্দ উক্ত মেয়ের ভাল-মন্দ অবস্থার উপর নির্ভরশীল হবে । অর্থাৎ মেয়ে যদি সুন্দরী মোটাতাজা হয়, তবে তার বৎসর ভাল যাবে [শুভ হবে] এবং উত্তম জীবিকা লাভ করবে । আর যদি মেয়ে এর বিপরীত হয়, তবে বৎসরও ঐ রকম যাবে, যেরকম সে স্বপ্নে দেখেছে ।
১১. স্বপ্নে ছেলে দেখা, চিন্তা ফিকির এবং কঠোর পরিশ্রম বুঝায়, আর মেয়ে দেখা, আনন্দ ও শান্তি বুঝায় ।
১২. অপরিচিতা নপুংষক বা খোজা দেখা ফেরেশতা বুঝাবে ।
EmoticonEmoticon