ফজরের সুন্নত ও ফরজ নামাযের মধ্যবর্তী সময়ে পূর্ব ও পরে -
এগারবার করে দরূদ শরীফ পাঠ করে একচল্লিশবার সূরা ফাতিহা পাঠ করতে হবে ।
এগারবার করে দরূদ শরীফ পাঠ করে একচল্লিশবার সূরা ফাতিহা পাঠ করতে হবে ।
অতঃপর আল্লাহর দরবারে যা কিছু প্রার্থনা করা হোক না কেন আল্লাহ তা কবুল করবেন। তাছাড়া এ আমলের ফলে যে কোন কঠিন কাজ আল্লাহর রহমতে আমলকারীর সামনে অত্যন্ত সহজ হয়ে যাবে।
আর বিশেষভাবে উল্লেখ্য যে, এ আমলেটি একাধারে একচল্লিশ দিন জারী রাখতে হবে।
EmoticonEmoticon