মামলায় জয়লাভ, মনের মলিনতা দূর, হারানো মাল প্রাপ্তি মান-সম্মান লাভ এবং গুনাহমুক্তির আমল

আরবি :     يَا مَالِكُ

বাংলা উচ্চারণ : ইয়া মালিকু

বাংলা অর্থ : হে প্রভু !

১. কেউ মোকদ্দমায় জড়িত হলে নিম্নোক্ত নিয়মে অত্র পাক নামটির আমল করবে । একাধারে তিনদিন নিজ নিয়তের প্রতি লক্ষ্য রেখে ‘ইয়া মালিকাল মুলকি’ এসেমটি সাত হাজার একবার পাঠ করবে । অতঃপর নিম্নোক্ত দোয়াটি একবার পাঠ করবে । 

দোয়া : আল্লাহুম্মা ছাল্লিআলা ক্বাবরি মুহাম্মাদিন ফিল কুবূরি, আল্লাহুম্মা ছাল্লিআলা জাসাদি মুহ্ম্মদিন ফিল আজসাদি, আল্লাহুম্মা ছাল্লিআলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি অসাল্লিম ।

এই ভাবে খতম শেষ করতঃ আল্লাহর নিকট নিজ নিয়তের বিষয় প্রার্থনা করবে । (স্মরণীয় এই যে, মামলায় ন্যায্য পক্ষ হওয়া চাই । অন্যায় পক্ষ মামলায় এই তদবীর করলে বিপরীত ফল ফলবার সম্ভাবনা আছে) 

২. এই নামটি প্রত্যহ সূর্যাস্তের সময় যিকির করলে আল্লাহ পাক মনের মলিনতা দূর করে দেন এবং তার সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ মাফ হয়ে যায় ।

৩. ‘ইয়া মালিকাল মুলকি’ সংযুক্ত এই নামটি দশ হাজারবার যিকির করলে হারানো বা অপহৃত মাল ফিরে পাবে ।

৪. প্রতিদিন তিন হাজারবার ‘ইয়া মালিকু’ নাম যিকির করলে এবং তৎপর মান-সম্মান অর্জনের নিয়তে প্রার্থনা করলে যে কোন সমাজের যে কোন লোক তাকে যথেষ্ট ভক্তি-শ্রদ্ধা করবে ও সম্মান দেখাবে ।

Previous
Next Post »