আরবি উচ্চারণ : ওয়ামা খাল্লাক্কতুল জীন্না ওয়াল ইনছা ইল্লা লিয়াবুদুন ।
আর্থ : জ্বীন এবং মানুষ জাতিকে আমরা ইবাদত করা ব্যতীত অন্য কিছুর জন্য পয়দা করি নাই ।
আর্থ : জ্বীন এবং মানুষ জাতিকে আমরা ইবাদত করা ব্যতীত অন্য কিছুর জন্য পয়দা করি নাই ।
আল্লাহপাকের মানব জাতিকে আশরাফুল মাখলুকাত নামে বিভূষিত করিয়াছেন এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত জ্ঞান (আকল) দান করিয়াছেন । আল্লাহপাকের ইবাদত যে রকম কোন কঠিন কাজ নহে ।
যে কাজগুলি পলন করিলে আল্লাহ পাক সন্তুষ্ট হন সেই কাজগুলি সম্পাদন করা এবং যে কাজগুলি করিলে তিনি অসন্তুষ্ট হন সেগুলি না করার নামই ইবাদত । এই ইবাদতের মূল হইল ঈমান ।
EmoticonEmoticon