মহান আল্লাহর ছয়টি সংযুক্ত নামের আমল এবং ফজীলত

কোন এক কিতাবে রাসূলূল্লাহ (সাঃ)- এর এক হাদীসে উল্লিখিত হয়েছে যে, 

নূর নবী (সঃ) এরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ আদায় করে সূর্যোদয়ের সামান্য পূর্বে আল্লাহ নামটি এক’শ বার যিকির করবে অতঃপর আল্লাহ পাকের নিম্নোক্ত নাম ছয়টির প্রত্যেকটি এক একবার যিকির করে তাওবাহ ইস্তেগফার করবে এবং আল্লাহ পাকের নিকট গুনাহ মাফীর জন্য প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামীন তার সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে মার্জনা করে দেবেন । সে ব্যক্তি সদ্য ভূমিষ্ট শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে ।

আল্লাহর ছয়টি সংযুক্ত নাম


নামের ক্রমিকআরবিবাংলা উচ্চারণঅর্থ
جَلَّ جَلَالُهُ জাল্লা জালালুহুতাঁর মহত্ত্ব অতুলনীয়
عَمَّ نَوَالُهُ আম্মা নাওয়ালুহুতিনি সর্বশ্রেষ্ঠ
جَلَّ ثَنَائُهُ জাল্লা ছানাউহুতাঁর প্রশংসার তুলনা হয় না
تَقَدَّسَتْ اَ سْمَائُهُ তাক্বাদ্দাসাত আসমাউহুতাঁর নামসমূহ অতি পবিত্র
اَعْظَمَ شَانُهُআ’জামু শানুহুতিনি সর্বোচ্চ, গৌরবান্বিত
وَلاَ اِلَهَ غَيْرُهُঅলা ইলাহা গাইরুহুতিনি ব্যতীত কোন উপাস্য নেই

Previous
Next Post »