সূরার নাম : আল ফাতিহা
শ্রেণী : মাক্কী (মক্কায় অবতীর্ণ ১ম পূর্ণাঙ্গ সূরা)
অন্য নাম : উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সূরা আল হামদ্
অবতীর্ণ হওয়ার সময় : হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রারম্ভিক বছরগুলোয়
সূরার ক্রম : ১
আয়াতের সংখ্যা : ৭
রুকুর সংখ্যা : ১
শব্দ : ২৫
বর্ণ : ১১৩
শ্রেণী : মাক্কী (মক্কায় অবতীর্ণ ১ম পূর্ণাঙ্গ সূরা)
অন্য নাম : উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সূরা আল হামদ্
অবতীর্ণ হওয়ার সময় : হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রারম্ভিক বছরগুলোয়
সূরার ক্রম : ১
আয়াতের সংখ্যা : ৭
রুকুর সংখ্যা : ১
শব্দ : ২৫
বর্ণ : ১১৩
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি) |
---|
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। |
الرَّحْمَنِ الرَّحِيمِ আর রাহমানির রাহিম যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। |
مَالِكِ يَوْمِ الدِّينِ মালিকি ইয়াওমিদ্দিন যিনি বিচার অধিকর্তা (মালিক)। |
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ ই্য়াকানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। |
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ ইহ দিনাস সিরাতাল মুস্তাকীম আমাদেরকে সরল পথ দেখাও। |
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। |
غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلا الضَّالِّينَ َ গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন সেইসব লোকের পথে নয় যারা তোমার অভিশাপগ্রস্ত এবং [তাদের পথেও] নয় যারা পথভ্রষ্ট। |
EmoticonEmoticon