সূরা ফাতিহা (বাংলা অর্থসহ উচ্চারণ)

সূরার নাম : আল ফাতিহা
শ্রেণী : মাক্কী (মক্কায় অবতীর্ণ ১ম পূর্ণাঙ্গ সূরা)
অন্য নাম : উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সূরা আল হামদ্‌
অবতীর্ণ হওয়ার সময় : হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রারম্ভিক বছরগুলোয়
সূরার ক্রম :
আয়াতের সংখ্যা :
রুকুর সংখ্যা :
শব্দ : ২৫
বর্ণ : ১১৩


بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে (শুরু করছি)
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمَنِ الرَّحِيمِ
আর রাহমানির রাহিম
যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু।
مَالِكِ يَوْمِ الدِّينِ
মালিকি ইয়াওমিদ্দিন
যিনি বিচার অধিকর্তা (মালিক)।
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
ই্‌য়াকানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
ইহ দিনাস সিরাতাল মুস্তাকীম
আমাদেরকে সরল পথ দেখাও।
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ
সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلا الضَّالِّينَ َ
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন
সেইসব লোকের পথে নয় যারা তোমার অভিশাপগ্রস্ত এবং [তাদের পথেও] নয় যারা পথভ্রষ্ট।


Previous
Next Post »