নামাজ পড়া অবস্থায় আমাদের বিভিন্ন আবশ্যকীয় কাজ পালন করতে হয়, যাকে নামাজের মুস্তাহাব বলে । আর নামাজ পড়া অবস্থায় (মুস্তাহাবসমূহ) করণিয় বিষয়সমূহ হল -
১. নামাযে দাঁড়াইয়া সূরা পাঠকালীন সিজদার স্থানে নজর রাখা ।
২. রুকুতে গিয়া পায়ের পাতার দিকে নজর রাখা ।
৩. সিজদাতে গিয়া নাকের দিকে দৃষ্টি রাখা ।
৪. আত্তাহিয়্যাতু পাঠ কালে কোলের উপর দৃষ্টি রাখা ।
৫. সালাম ফিরাইবার সময় দুই কাঁধের দিকে দৃষ্টি রাখা ।
৬. নামায পড়ার সময় হাই উঠিলে (হাঁচি কিংবা হাই উঠিলে) সাধ্যমত বন্ধ করা ।
৭. তাকবীরে তাহরীমার সময় আস্তিন থেকে হাত বাহির করা ।
৮. জামায়াতে মোয়াযযিন ‘হাইয়্যা আলাল ফালাহ’ বলিবা মাত্র নামাযে দাঁড়াইয়া যাওয়া ।
৯. মোয়াযযিন ‘ক্বাদক্বামাতিচ্ছালাহ’ বলা মাত্র ইমামকে নামায আরম্ভ করে তারতীব মত নামায পড়া ।
১০. সিজদাতে দুই হাত জায়নামাযে বিছিয়ে দুই হাতের মাঝে যে ফাঁকা থাকে সেই জায়গায় সিজদাহ করা ।
১১. নামাযে দাঁড়াইবার সময় দুই পায়ের মাঝে চারি আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁক রাখা ।
১২. নামাযের প্রথম রাকয়াতে বড় সূরা ও দ্বিতীয় রাকয়াতে ছোট সূরা পড়া ।
১৩. নামাযের নিয়ত মুখে বলা ।
EmoticonEmoticon