সূর্য ঠিক মাথার উপর থাকা অবস্থায়, সূর্য লাল হয়ে উঠিলে ওয়াক্তিয়া নামায পড়া, জানাযার নামায পড়া ও তেলাওয়াতের সিজদা করা দুরস্ত নহে । আছরের নামায পড়তে পড়তে যদি এক রাকয়াত বাকী থাকিতে সূর্য ডুবে যায় তবে নামায হবে, কিন্তু মাকরূহ হবে এবং সূর্য ডুবিবার পূর্বে এক রাকয়াত হয় ও তিন রাকয়াত সূর্য ডুবিবার পরে হয় সে ক্ষেত্রেও নামায আদায় হবে । কিন্তু মাকরূহ অবস্থায় আদায় হবে ।
ছোবহে ছাদেকের মধ্যে এবং আছরের ওয়াক্তে আছরের নামায পড়ার পরে নফল নামায পড়া মাকরূহ । ইমাম জুময়ার খুৎবাহ পড়তে আরম্ভ করলে তখনও নফল পড়া মাকরূহ ।
আবার ছোবহে ছদেকের মধ্যে, আছরের ওয়াক্তে ও আছর পড়ার পর দুই রাকয়াত ফজরের কাজা পড়া দুরস্ত আছে ।
EmoticonEmoticon