বশীকরণের তদবীর (মহব্বত, প্রণয় ও বিচ্ছেদের তদবীর)

কাউকেও বশীভূত করার জন্য তার নামের অক্ষর এবং হরফে নারিয়া একত্রিত করতে হবে । হরফে নারিয়া ا لا طم ف ش د মিলিত মিশ্রিত করবার নিয়ম হল, 

প্রথমে হরফে নারিয়ার একটি আক্ষর, পরে উদ্দেশিত জনের নামের একটি আক্ষর নিতে হবে । এভাবে মিলিয়ে যাতে হবে । অবশ্য খেয়াল রাখতে হবে, যেন প্রথমে ও শেষে হরফে নারিয়া থাকে । এভাবে একুশ টুকরা কাগজের মধ্যে প্রত্যেক টুকরা কাগজে লেখে প্রত্যক টুকরা কাগজের মধ্যে এক টুকরা পাথর রেখে জড়ায়ে রাখতে হবে । এ জড়ানো টুকরাগুলিতে কিছু স্পিরিট মিশিয়ে আগুনের মধ্যে ফেলে সূরা ফাতেহা পাঠ করতে হবে । যতক্ষণ পর্যন্ত ধুঁয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত ফাতেহা পাঠ করতে হবে । ধুঁয়া শেষ হয়ে গেলে নিন্মোলিখিত দোয়াটি পাঠ করতে হবে -

আরবি : تَوَكَّلُوْ اياَحدَ امِ اْلاَحْرَفِ النَّارِيَةِ بِقَضَاىِ حَاجَتِىْ مِن فُلَانٍ واَلْقَاءَ مُحَبَّتِىْ وَمُوَدَّتِيْ وَمُحَبَّةِ فُلاَنٍ فِىْ قَلْبِهِ بِحَقٌِ مَا تِاَوَذ تُهُ عَلَيْكُمْ

বাংলা উচ্চারণ : তাওয়াক্কালু ইয়া হাদামিল আহরাফিন নারিয়াতি বিকাদ্বায়ি হাজাতী মিন ফুলানিন ওয়ালকায়া মুহাব্বাতী ওয়া মাওয়াদ্দাতী ওয়া মুহব্বাতিহী ফুলানিন ফি ক্বালবিহী বিহাক্বি মা তিলাওয়াজতুহু আলাইকুম ।

Previous
Next Post »