জিজ্ঞাসা : টেলিভিশন দেখা শরীয়তের দৃষ্টিতে কিরূপ গুনাহ এবং টেলিভিশন ঘরে রাখা জায়িয হবে কি ?
আর যদি আমি টিভি বিক্রী করে দেই তাহলে ঐ টাকা আমি খরচ করতে পারব কি ?
জবাব : (ক) প্রচলিত টিভি, ভিসিআর ইত্যাদি দেখা বা ঘরে রাখা সম্পূর্ণরূপে নাজায়িয, হারাম ও কবীরা গুণাহ । দুনিয়া ও আখিরাত উভয় দিক দিয়েই এসবের মধ্যে বহু ক্ষতি রয়েছে । এর বিস্তারিত ব্যাখ্যার জন্য একটি পুস্তক রচনার প্রয়োজন । ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের শিকার হয়ে আজ সাধারণতঃ এগুলোতে যা কিছু প্রদর্শিত হচ্ছে, এসবের মাধ্যমে সমাজে হাজারো অপকর্ম ও গুনাহের দ্বারা উন্মুক্ত করে দিয়ে পুরো সমাজটাকে ধ্বংস করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে । এসব চরিত্র বিধ্বংসী উপকরণ কোন ঘরে প্রবেশ করলে একথা নির্দ্বিধায় বলা যায় যে, সেই ঘর থেকে কালক্রমে দ্বীন-ঈমানের অস্তিত্ব মুছে যেতে বাধ্য । এখানেই শেষ নয়, এর কারণে আমাদের সমাজ থেকে ইসলামী সভ্যতা-সংস্কৃতি বিদায় নিয়ে বিজাতীয় নোংড়া সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে । যারা বিষক্রিয়ায় আমাদের রাষ্ট্র ও সমাজ নির্লজ্জ ও নৈতিকতাহীনতার চরম বিপর্যয়ে নিপতিত হচ্ছে । সার্বক্ষণিক অসংখ্য নোংরামীর মাঝে কখনো এক আধটু ধর্মীয় কিংবা সভ্যতার বাণী প্রচার করা হলেও তা অপবিত্র নোংরা ড্রেনের দুধের প্রস্রবন সদৃশ । সে দুধ যেমন কোন রুচিশীল মানুষ পান করতে পারেনা, তেমনি ওদেরে এসব প্রচারণা জাতীয় কোন কল্যাণ বয়ে আনতে পারে না । আর এগুলোতে যে চিত্র দেখানো হয় তা মূলতঃ ফিল্মের স্থির চিত্র- যা যন্ত্রের সাহায্যে চলমান করা হয় । আর এ ধরনের ফিল্ম চিত্র ফটোর শামিল । কোন মানুষ বা প্রণীর ছবি যেমন ঘরে সাজিয়ে রাখা, লটকানো বা প্রদর্শিত করা যায় না । তেমনিভাবে এগুলোও নাজায়িয । সুতরাং বাহ্যিকভাবে ভালো কোন অনুষ্ঠান-চিত্র । যেমন- সংবাদ, তিলাওয়াত, ওয়ায ও ইসলামী কোন প্রোগ্রাম-চিত্রও টিভিতে দেখা জায়িয নয় । এর দ্বারা গুনাহের কাজে সহযোগিতা করা হয় ।
(খ) টিভি, ভিসিআর ইত্যাদি যদিও হালাল পন্থায় তথা অশ্লীল প্রোগ্রাম বা কোন প্রাণীর ছবি না দেখে ব্যবহার করাও সম্ভব । কিন্তু বর্তমানে যেহেতু এ ধরনের কোন ব্যবস্থা নেই এবং এগুলো সাধারণতঃ নাজায়িয কাজেই ব্যবহৃত হয়ে থাকে বরং সাধারণ কোন মানুষের ক্ষেত্রে বৈধ উপায়ে ব্যবহারের আশাও করা যায় না । তাই কোন মুসলমানের জন্য এগুলোর বিক্রি বা মেরামতের ব্যবসা অবলম্বন করা জায়িয নয় । আর যদি কেউ টিভির ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে অবগত হওয়ার পর এর থেকে পরিত্রাণের উদ্দেশে এগুলো বিক্রি করে দিতে চায়, তাহলে তার জন্য করনীয় হলো সম্ভব হলে যে কোম্পানী বা দোকান থেকে এ জিনিস ক্রয় করেছিল সেখানে অথবা এ ধরনের যে কোন দোকানে ক্রয় মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করে দিবে । অথবা যদি টিভির বিভিন্ন অংশ সমূহ পৃথক করে এমনভাবে বিক্রি করে যে, সে ব্যক্তি নিজস্ব যন্ত্রপাতি ও শ্রম যোগ না করে ব্যবহার করতে পারবে না, তাহলে এরও অবকাশ আছে ।
[প্রমাণ : সূরায়ে মায়িদা, ২ # আহকামুল কুরআন (থানভী) ৩:৭৮-৭৯ # আহসানুল ফতাওয়া, ৮:৩০৬ # জাওয়াহিরুল ফিক্বহ ২:৪৫৩]
EmoticonEmoticon