টেলিভিশনে ইসলামি গান-গযল ও খবর শোনা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (অপসংস্কৃতি)

জিজ্ঞাসা : মাসিক মুজাহিদ বার্তা অক্টোবর ’৯৯ সংখ্যায় ২৭ নং প্রশ্নের উত্তরে লিখেছেন, বাদ্য ব্যতিত ইসলামী গান, গযল ও খবর রেডিওতে পরিবেশন ও শুনা যাবে । টেলিভিশনে মহিলা ব্যতীত পরিবেশিত খবর ও ইসলামী অনুষ্ঠান ও শিক্ষামূলক ধর্মীয় অনুষ্ঠান দেখা যাবে । অথচ মাসিক রাহমানী পয়গাম অক্টোবর ’৯৯ সংখ্যায় লিখছেন কোন অবস্থায়ই টেলিভিশনের কোন অনুষ্ঠান দেখা জায়িয হবে না । সঠিক উত্তর জানতে ইচ্ছুক ।

জবাব : মুজাহিদ বার্তায় যে টেলিভিশনের কথা বলেছে তা আজ কোথায় আছে ? স্যাটেলাইট ও ইন্টারনেটের এ যুগে মুজাহিদ বার্তার মাসআলা কল্পনা বিলস ছাড়া আর কি হতে পারে । তাছাড়া টিভি দেখা না জায়িয হওয়ার উল্লেখ যোগ্য একটি কারণ হল ধারণকৃত প্রাণীর ছবি । কারণ শরীয়তের দৃষ্টিতে প্রাণীর ছবি ধারণ করে রাখা অংকনের নামান্তর । আর ধারণ করা যেমন না জায়িয, তেমনি ইচ্ছাকৃত ভাবে তা দেখাও না জায়িয । কারণ এতে ছবি দেখার সাথে সাথে হারাম কাজের সহযোগিতা করা হয় । অথচ কিছু খেলাধুলা ছাড়া টিভির প্রোগ্রাম সাধারণত পূর্ব থেকে ধারণকৃতই হয়ে থাকে । সুতরাং সর্বাবস্থায় এটা রাখা ও দেখা হারাম ।

সর্বক্ষণ যার মধ্যে চরম বেহায়াপনা সহ হারাম প্রোগ্রাম চলতে থাকে তার মধ্যে সামান্য কিছু সময় ইসলামী প্রোগ্রাম করা দ্বীন অবমাননা এবং দ্বীন নিয়ে ঠাট্টা তামাশার শামিল । এব দৃষ্টান্ত এরূপ যে, নাচ-গানের আসরের ফাঁকে-ফাঁকে দ্বীনের নসীহত করা, ওয়ায করা বা নর্দমা দিয়ে মিষ্টান্ন ভেসে আসা । সুতরাং টিভিতে দ্বীনী প্রোগ্রাম করা নিঃসন্দেহে দ্বীন কে অপমান করা । যা স্বয়ং কুরআনেই নিষেধ বরা হয়েছে এবং এটাকে ইয়াহুদীদের চরিত্র বলা হয়েছে । সুতরাং বর্তমানে টিভিতে দ্বীনী প্রোগ্রাম জায়িয হওয়ার প্রশ্নই আসে না ।

অবশ্য রেডিওতে গান-বাজনা না শুনে খবর বা কোন বৈধ প্রোগ্রাম শোনা সম্ভব বিধায় শরীয়তে তার অবকাশ আছে । তাও এ শর্তে যে তা ঘরের দায়িত্বশীলগণ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখবে । নিয়ন্ত্রণহীন ভাবে ঘরে রেখে দিলে এর দ্বারাও ঘরের পরিবেশ বিনষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

[প্রমাণ : তাকমিলায়ে ফাতহুল মুলহিম ৪:১৬৪ # ইমদাদুল ফাতাওয়া ৪:২৫৮ # জাওয়াহিরুল ফিক্বহ, ৩:৮৪ # ইমদাদুল মুফতীন ৯৯১ # আহসানুল ফাঃ ৮:১৭৩]

Previous
Next Post »