পরীক্ষায় কৃতকার্য হওয়ার আমল

পরীক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার পূর্বে একখন্ড কাগজে নিচের আয়াত দ্বারা একটি তাবিজ জাফরান কালি দ্বারা লিখিয়া উহা মাথার চুলের সাথে বাঁধিয়া নিতে হবে (অর্থাৎ যেকোন ভাবে মাথায় রাখতে হবে) । আর যখন প্রশ্নপত্র হাতে পাইবে তখন মনে মনে তাবীজের সেই আয়াত সাতবার পাঠ করিবে । তারপর প্রশ্নপত্রের দিকে তাকাইয়া প্রশ্নগুলি পাঠ করিতে হবে ।

আয়াত শরীফটি হলো - 

আরবি :         وَ قُلْ رَّبِِّ زِدْنِىْ عِاْمََا 

বাংলা উচ্চারণ : ওয়া কুল রাব্বি জিদনী ইলমা

এই তদবীর করিলে আল্লাহর রহমতে অবশ্যই পরীক্ষায় পাশ বা ভাল করিবে । (ইনশাআল্লাহ)

Previous
Next Post »