জিজ্ঞাসা : ইসলাম প্রচারের স্বার্থে কোন প্রাণীর ছবি বা দৃশ্য ভিডিও করে সিনেমা ও টেলিভিশনে দ্বারা ইসলামী অনুষ্ঠানের নামে নাটক/ছায়াছবি করে দেখানো জায়িয আছে কি-না ?
জবাব : শরীয়ত যে সমস্ত জিনিসকে হারাম ঘোষণা করেছে, তা সর্বাবস্থায় হারাম । চাই দুনিয়ার কাজের জন্য হোক । চাই দ্বীনের কাজের জন্য হোক । দ্বীনের প্রচারের জন্য আল্লাহ তা’আলা কোন হারাম কাজের সাহায্য নিতে বলেননি । তাছাড়া হারামের সাহায্যে কোন দিন দ্বীনের প্রচার হতে পারে না । বরং দ্বীনের দাফন হতে পারে ।
সুতরাং ইসলাম প্রচারের স্বার্থে হলেও কোন প্রাণীর ছবি বা দৃশ্য ভিডিও করা বা তা সিনেমা টেলিভিশনে দেখানো নাজায়িয ।
[প্রমাণ : ইমদাদুল মুফতীন ৯৯১ # ফাতওয়ায়ে শামী ৬:৩৪৯]
EmoticonEmoticon