জিজ্ঞাসা : আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে কোন অনুপস্থিত ব্যক্তির নাম বলার সাথে সাথে যদি সে এসে উপস্থিত হয়,
তাহলে আমরা বলে থাকি – “আপনি আনেকদিন বাঁচবেন । কারণ, আমরা এই মাত্র আপনার নাম বলতেছিলাম ।”
শরীয়তের দৃষ্টিতে এর কোন বাস্তবতা আছে কি-না ?
জবাব : আসলে এগুলো লোকসমাজের কল্পকথা । এমনিভাবে সমাজে অনেক আজব কথা প্রচলিত আছে । কুরআন-হাদীসের সাথে যার কোন সম্পর্ক নেই, শরীয়তে এর কোন বাস্তবতাও নেই । বিশেষতঃ অজ্ঞ মেয়েরা এসব কু-ধারণা বানানোর পটু ।
EmoticonEmoticon