টেবিলের উপরে খানা খাওয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (অপসংস্কৃতি)

জিজ্ঞাসা : বর্তমানে ডাইনিং টেবিল ও চেয়ারে বসে খানা খাওয়ার যে পদ্ধতি চালু আছে তা সুন্নাত বিরোধী এবং বিজাতীয় অনুকরণ বলে আমরা জানি । কিন্তু যদি টেবিলের উপরে দস্তারখান বিছিয়ে তার উপর বর্তনে খানা রেখে এবং চেয়ারে বা বেঞ্চে সুন্নাতী কায়দায় বসে খাওয়া হয়, তা জায়িয হবে কি-না ?

জবাব : বর্তমানে বিজাতীয় স্টাইলে যে খানাপিনার নিয়ম চালু হয়ে গেছে, এটা অবশ্যই পরিত্যাগ করা উচিৎ । কারণ শরীয়াতে আমাদেরকে ইয়াহুদী খৃষ্টানদের রীতিনীতি অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে । নবী (সাঃ) মেঝের মধ্যে দস্তরখান বিছিয়ে খানা খেতেন । আমাদের সেভাবে খানা খাওয়ার অভ্যাস করা উচিত । মাঝে মধ্যে বিশেষ জরুরতে বা ঠেকায় চেয়ার টেবিলে বসে খেতে হলে, তখন সুন্নাত তরীকায় বসে টেবিলের উপর দস্তরখানা বিছিয়ে খেতে পারবে । তবে সর্বদার জন্য এটাকে নিয়ম বানানো ঠিক নয় ।

[প্রমাণ : ফাতাওয়া মাহমূদিয়া, ৫:১১৬ # তিরমিযী শরীফ, ২:১ # মিশকাত শরীফ ১:৩৬৩]

Previous
Next Post »