জিজ্ঞাসা : নামায-রোযা করে না এমন লোকদের হাদিয়া ও ঘরে পাকানো খানা খাওয়া এবং তাদেরকে সালাম দেয়া জায়িয হবে কি-না ? আমার ছেলে-মেয়েরা নামায পড়ে না । টিভিতে নাটক-গান দেখে ও শুনে । নামাজ পড়ার জন্য এবং টিভিতে নাটক গান দেখা হতে বিরত থাকার জন্য অনেক দিন যাবৎ দাওয়াত দেয়া হচ্ছে । কিন্তু কোন কথা শুনেনা ও মানেনা । ছেলে-মেয়েদের থেকে আমরা আলাদা হয়ে বসবাস করব, নাকি তাদেরকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে চলতে বলতে থাকব ? উল্লেখ্য যে, টিভি নিষেধ করা সত্ত্বেও ছেলের রোযগারের টাকা দিয়ে ছেলেই টিভি কিনেছে । খবর ও অন্যান্য ভাল শিক্ষামূলক অনুষ্ঠান টিভিতে দেখা যাবে কি-না ?
জবাব : হ্যাঁ, আপনাদের জন্য এখন তাদের থেকে ভিন্ন হয়ে বসবাস করা ভাল, যেন এ বিচ্ছেদে তারা ব্যথিত ও অনুতপ্ত হয়ে নিজেদের ভুল থেকে ফিরে আসতে সক্ষম হয় । তবে এর সাথে সাথে তাদেরকে বুঝাতে থাকবেন । আল্লাহর নিকট তাদের তওবার তাওফীকের জন্য দু’আ করবেন ।
[প্রমাণ : ফাতওয়া মাহমূদীয়া ২:২১৫]
প্রচলিত টিভির কোন অনুষ্ঠানই দেখা জায়িয নয় । এর সকল প্রকার অনুষ্ঠান দেখা গুনাহের কাজ এবং গুনাহের সহযোগিতা । সুতরাং দ্বীনদারীর উপর কায়িম থাকতে হলে, এর থেকে দূরে থাকা একান্ত জরুরী ।
[প্রমাণ : নিযামুল ফাতাওয়া, ২:৯৯]
EmoticonEmoticon