পহেলা বৈশাখীর কুসংস্কার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (অপসংস্কৃতি)

জিজ্ঞাসা : আজকাল অনেককে দেখা যায়-পহেলা বৈশাখীর নামে কাল বা বর্ষবরণ করে নিতে । যাতে করে তারা সুখে থাকতে পারে । এ ধারণা কি ঠিক ? ইসলাম এ ব্যাপারে কি বলে ?

জবাব : পবিত্র কুরআনে সূরা আল-জাসিয়া ২৪ নং আয়াতে মহান আল্লাহ কাফির মুশরিকদের আক্বীদা প্রসঙ্গে উল্লেখ করেছেন – 

“কাফির মুশরিকরা বিশ্বাস করে যে, আমাদের পার্থিব জীবনই তো শেষ । আমরা মরি ও বাঁচি মহাকালেরই কারণে । আর মহাকালইতো আমাদের ধ্বংস করে ।” 

কাফির মুশরিকরা মহাকালের চক্রকেই সৃষ্টিজগত ও তার সমস্ত অবস্থার কারণ সাব্যস্ত করত এবং সব কিছুকে কাল কর্তৃক নিয়ন্ত্রিত বলে বিশ্বাস করতো । অথচ এগুলো সব প্রকৃতপক্ষে সর্বশক্তিমান আল্লাহর কুদরত ও ইচ্ছায় সম্পন্ন হয়ে থাকে । প্রাকৃতিক নিয়ম বলতে কোন কিছুর নিজস্ব অস্তিত নেই । করণ প্রাকৃতিক নিয়ম বা প্রাকৃতিক আবর্তন-বিবর্তন দুর্যোগ ইত্যাদি দ্বারা যা বুঝান হয়, সবই আল্লাহ তা’আলার নিয়ন্ত্রণে । সবই আল্লাহর কুদরত এবং এসবই আল্লাহর সৃষ্টি । এগুলোর নিজেদের এ ব্যাপারে কোন ক্ষমতা নেই । সুতরাং দ্বীনের জ্ঞান শূন্য লোকেরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে যে কালকে বরণ করার প্রথা চালু করেছে, তা মারাত্মক ভ্রান্ত আক্বীদার বহিঃপ্রকাশ । যা আগের যামানার এবং কাফির মুশরিকদের আক্বীদার সহিত সামঞ্জস্যশীল । এছাড়াও তা বর্তমান হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসের সাথেও সংগতিপূর্ণ । তা নিঃসন্দেহে শিরক ও গুণাহর কাজ । প্রত্যেক মুসলমানের এসব থেকে দূরে থাকা ঈমানী দায়িত্ব ।

Previous
Next Post »