বদ স্বভাব দূর, বালামুক্তি ও আল্লাহর প্রেম লাভের আমল

আরবি :     يَا رَحْمَنُ
বাংলা উচ্চরণ : ইয়া রাহমানু
অর্থ : হে কৃপাময় !

১. মন্দ স্বভাবাপন্ন লোকের বাড়ীতে মেশক জাফরান দ্বারা এই নাম লিখে মাটির নিচে পুঁতে রাখলে স্বভাব পরিবর্তন হবে ।

২. ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময় কোন জটিল রোগীর শিয়রে দাঁড়িয়ে এই নামটির সাথে আল্লাহ নামটি সংযুক্ত করে এক’শ একুশবার পাঠ করলে কিছুদিনের মধ্যে রোগ আরোগ্য হয়ে যাবে ।

৩. প্রতি ওয়াক্ত নামাযের বাদে এই নাম এক’শবার পাঠ করলে মানসিক অশান্তি, দুর্বলতা, কুচিন্তা ও কদর্য স্বভাব দূরীভূত হয় ।

৪. মৃত্যুকালে মুমূর্ষু ব্যক্তি নিজে বা নিকটবর্তী লোকেরা ‘ইয়া আল্লাহ ইয়া রাহমানু’ এইভাবে এসেম দু’টি বার বার পড়তে থাকলে শয়তানের ছলনা হতে মুক্তিলাভ হয় ।

৫. প্রত্যহ ফজরের নামাযের বাদে দু’শ আটানব্বইবার এই নামটি যিকির করলে সে আল্লাহর প্রেম ও করুণা লাভ করবে, বালা-মুছীবত হতে দূরে থাকবে । তার নেক কাজ সমূহ সুসাধিত হবে ।

Previous
Next Post »