শবে - বরাতের নামায

আল্লাহ্‌পাক বান্দার গুনাহ মাফ করিবার জন্য কতক মোবারক রাত্রি নির্দিষ্ট করিয়া দিয়াছেন । উক্ত রাত্রিসমূহে বান্দা আল্লাহপাকের কাছে তওবা এস্তেগফার করিয়া গুনাহ মাফ চাইলে বান্দাকে মাফ করিয়া দিবেন । “শবে বরাত” ঐগুলির মধ্যে অন্যতম । সূর্য ডুবিয়া যাইবার সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে আসিয়া ডাকিতে থাকেন এবং বলেন, 

যদি কেহ অদ্যকার রাত্রে আমার আছে কৃত গুনাহের জন্য মাফ চায়, আমি তাহাকে মাফ করিয়া দিব । মনের বাসনা পূর্ণ করিতে চাহিলে আমি নেক মাকছুদ পূর্ণ করিয়া দিব, এইভাবে সুবহে সাদেক পর্যন্ত ডাকিতে থাকেন । 

এই রাত্র ১৪ই শ’বান দিনগত রাত্র । এই তারিখে সমস্ত রাত্র জাগিয়া থাকিয়া নফল নামায, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবীহ তাহলীল ইত্যাদি পড়িলে অশেষ সওয়াব পাওয়া যায় ।

Previous
Next Post »