মহব্বত পয়দা হওয়ার তদবীর (মহব্বত, প্রণয় ও বিচ্ছেদের তদবীর)

যদি কোন ঘরে নিজেদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া বিবাদের সৃষ্টি হয় তা দূর করতে অথবা দুই শত্রুর মধ্যে মহব্বত প্রতিষ্ঠা করতে কিংবা প্রিয়কে বাধ্য করতে নিম্নলিখিত আমল করতে হবে । নিম্নোক্ত আয়াত শরীফ লিখে পানিতে ধুয়ে পান করাবে । পান করাতে না পারলে মাতলুব ব্যক্তি যে কুয়ার পানি পান করে ঐ কুয়ায় লিখিত তাবিজ ফেলে দিবে । আল্লাহর ফজলে মহব্বত প্রতিষ্ঠা হবে । 

তবে খবরদার ! শরীয়তের খেলাফ কোন কাজে এ আমল করলে ফল খারাপ হবে । 

আয়াত শরীফ এই - 

আরবি উচ্চারণ :  وَخَاءَ مِنْ اَقْصَ الَْدِ يْنَةِ رَجُلٌ يٌسْعَى قَالُ يَا تَرْمِ اتَّبِعُو ا اْلُرْ سَاِيْنَ - اتَّبِعُوْ ا مَنْ لاَّ يَسئَلُكُم اَجْرٌ ا وَّ هُمْ مُّهْتَدُوْنَ

Previous
Next Post »