কোন লোককে পাওয়ার জন্য ব্যকুল হইয়া যখন ব্যর্থ হয়ে যায়; কোন ভাবেই উক্ত ব্যক্তির মন নরম করতে পারেনা, তখন নিচে উল্লেখিত আমল করলে অবশ্যই আল্লাহ পাক মনের বাসনা পূর্ণ করে দিবেন । অসৎকাজে এই আমল করা যাবে না ।
মেশক জাফরান দ্বারা নিচে উল্লেখিত তাবিজটি এক টুকরা সাদা কাগজে লিখিয়া একটি স্রোত বিহীন নদীতে নিক্ষেপ করতে হবে । একাধারে চল্লিশ দিন এই আমল করিলে আল্লাহ পাকের রহমতে ঐ লোকের মন এতই আকৃষ্ট হবে যে তাহার নিকট আসতে না পারলে কিছুতেই শান্তি পাবে না ।
اب
٨ | ٢ | ٤ | ١ | ٥ | ٩ |
٦ | ٧ | ٢ | ابنن | ابن |
আজুন এর স্থলে লোকটির পিতার নাম এবং নিম্নে ইবমুন বা বিততুন স্থলে স্ত্রী বা পুরুষ হলে তার নিজের নামটি লিখবে ।
EmoticonEmoticon