স্বপ্নে বিবিধ রোগ হতে দেখা ও ফলাফল

১. যদি কেউ স্বপ্নে ঠান্ডাজনিত কোন রোগব্যাধি দেখে, তবে সে আল্লাহ তাআলার (হক্ব) ফরজ বা ওয়াজিব সম্পর্কে শিথিলতা করছে । যার কারণে তার উপর আল্লাহ তাআলার শাস্তি নাযিল হবে ।

২. গরমজনিত কোন রোগব্যাধি দেখা, বাদশার পক্ষ হতে চিন্তা-ফিকির বুঝায় ।

৩. শুষ্কজনিত কোন রোগব্যাধি দেখা, এই ইংগিত করে যে, সে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে সম্পদের অপব্যয় করেছে এবং মানুষের নিকট হতে ঋণ নিয়ে তা পরিশোধ না করে বরং তা অপব্যয় করেছে । যার কারণে তার উপর শাস্তি ও ধড়পাকড় শুরু হবে ।

৪. আর্দ্রতা বা স্যাঁতস্যাঁতেজনিত কোন রোগব্যাধি দেখা, কাজে অকর্মন্য ও জটিলতার প্রতি ইংগিত করে ।

Previous
Next Post »