স্বামী বাধ্য, চাকুরী লাভ এবং অন্যের কাছে মুখাপেক্ষী না হওয়ার আমল

আরবি :  يَا عَزِيْزُ

বাংলা উচ্চারণ : ইয়া আযীযু

অর্থ : হে মহা প্রভাবশালী !


কারও স্বামী অবাধ্য হলে নিম্নোক্তরূপে এই এসেমটি আমল করবে । আল্লাহর রহমতে মহা অবাধ্য স্বামী ও স্ত্রীর বাধ্য হবে । 

অামলের নিয়ম হল :

রাতে সূরা ফাতেহার সাথে উভয় রাকাতে সূরা ইখলাছ দ্বারা দু’রাকাত নফল নামায আদায় করবে । তারপর প্রথম তিনদিন দন্ডায়মান অবস্থায় তিন হাজারবার এই নামটি পাঠ করবে । চতুর্থ দিন নামাযের বাদে একই বৈঠকে পাঁচ হাজারবার ইহা পাঠ করবে এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দিন নামাযের বাদে সিজদায় গমন করে ইহা তিন’শবার করে পাঠ করবে । সপ্তম দিবসে আমলের শেষে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করবে । আল্রাহর রহমতে নিঃসন্দেহে উপরোক্ত যে কোন উদ্দেশ্য সাধিত হবে ।

Previous
Next Post »