নামাযের উদ্দেশ্য

নামায মানুষের প্রতি আল্লাহ তা’আলার একটি মহান দান । আল্লাহ রাব্বুল আলামীন পাক কালাম মজিদে বলেছেন - 

আরবি :    اِنَّ الصَّلَوةَ تَنْهَى عَنِ الْفَحْشَآ ءِ وَالْمُنْكَرِ

বাংলা উচ্চারণ : ইন্নাচ্ছালাতা তানহা আনল ফাহশায়ি ওয়াল মুনকার ।

অর্থ : নিশ্চয়ই নামায ফাহেশা ও দুষ্কার্য থেকে মানুষদিগকে ফিরিয়ে রাখে ।

তাছাড়া নামায মানবের অন্তরে মহব্বত সৃষ্টি করে । ইহা মানুষের স্বাস্থ্য বৃদ্ধি করে, চরিত্র সংশোধন করে । নামায মানুষকে ধৈর্যশীল, কষ্ট-সহিষ্ণু, কর্মঠ করে । মানুষকে শান্তি প্রদান করে । অলসতা দূর করে, রোগ-ব্যাধি বিনষ্ট করে । নামাযই মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করতে এবং বিশ্ব ভ্রাতৃত্বের ও সাম্যের আবশ্যকতা বুঝাইয়া দেয়া এবং নামাযী ব্যক্তি দুনিয়ার চেয়ে আখেরাতকে অধিক ভালবাসিতে অভ্যস্ত হয় । অজ্ঞান, উম্মাদ ছাড়া প্রত্যেক সাবালক পুরুষ ও স্ত্রীলোকের প্রতি নামায পড়া ফরজ (অবশ্য কর্তব্য) । নামায মনোযোগ সহকারে আদায় না করলে নামাযে মজা পাওয়া যায় না ।

Previous
Next Post »