জিজ্ঞাসা : চামচ দিয়ে খাদ্য খাওয়ায় কোন দোষ আছে কি ? রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনও চামচ দিয়ে খাদ্য খেয়েছেন কি-না? এরূপ ছুরি দিয়ে কেটে কেটে গোশত খাওয়ার কি হুকুম ।
জবাব : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনও চামচ দিয়ে খাদ্য খাননি । তাই খাদ্য বিনা প্রয়োজনে চামচ, কাটা চামচ ইত্যাদি দিয়ে খাওয়া সুন্নাতের খিলাফ । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাত দিয়ে খেতেন । খাওয়ার শেষে আংগুল চেটে পরিষ্কার করতেন । গোশত ইত্যাদি ছুরি দিয়ে না কেটে দাঁত দিয়ে ছিড়ে খাওয়া সুন্নত । তবে একান্ত জরুরতের বেলায় চামচ দিয়ে খাওয়া বা ছুরি দিয়ে কেটে গোশত খাওয়ার অনুমতি আছে । তবে এক্ষেত্রে বিধর্মীদের সামঞ্জস্য থেকে পরহেয করতে হবে । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে কোন কোন সময় ছুরি দিয়ে কেটে গোশত খেয়েছেন । কারণ-গোশত খুবই শক্ত ছিল । দাঁত দিয়ে কাটার উপযোগী ছিল না ।
[জাদীদ ফিকহী মাসায়িল, ১৮০ # আলমগীরী, ৫:৩৩৭]
EmoticonEmoticon