জিজ্ঞাসা : জনৈক ব্যক্তির কাছে শুনলাম-মুখ দিয়ে ইচ্ছাকৃত শীষ বাজালে (গান গাইলে) নাকি তার ইবাদত বন্দেগী কবুল হয় না । কথাটি কতটুকু সত্য ?
জবাব : মক্কার কাফেররা শীষ বাজানো, তালি দেয়া ইত্যাদিকে ইবাদত মনে করতো । মুসলমানদের জন্য বিধর্মীদের ধর্মীয় ঐতিহ্য এবং রীতি-নীতি অনুসরণ, অনুকরণ করা যেহেতু নাজায়িয, তাই হাতে তালি দেয়া এবং শীষ বাজানো কাফেরদের ধর্মীয় ঐতিহ্য হওয়ার কারণে তা অবশ্যই গোনাহের কাজ ।
অতএব, গোনাহের কাজ (শীষ বাজানো) পরিহার করে তাওবা করা উচিত । তবে এর দ্বারা ইবাদত কবুল হয় না, বা বাতিল হয়ে যায়- এ ধরনের কথা বলা ঠিক নয় ।
[প্রমাণ : তাফসীরে কুরতুবী ৭:৪০০ # তাফসীরে কা’বীর ১৫:১৫৯ # তাফসীরে রুহুল মা’আনী ৫:২০৩]
EmoticonEmoticon