কাজ-কর্মে ‘‘আল্লাহ’’ নামকে যিকির করার উপায়

এই সর্বোত্তম নামটিকে মানুষের দৈনন্দিন কাজ-কর্মের মধ্যেও ‍যিকির করে অসীম ফায়েদা হাছিল করতে হলে নিম্নোক্তরূপ আমলের অভ্যাস করে নিতে হবে । যথাঃ
  • কোন কার্যারম্ভ কালে বলতে হবে ‘বিসমিল্লাহ’ ।
  •  কোন কিছু দেখে বা শুনে সন্তুষ্টি প্রকাশ করলে  ‘মাশাআল্লাহ’ ।
  • প্রার্থনা কালে বলতে হবে ‘ইয়া আল্লাহ’ ।
  • কোন কিছু হতে পরহেজ করার কালে বলতে হবে ‘নাউযুবিল্লাহ’ ।
  • কাউকে দোয়া করার কালে বলতে হবে ‘ফী আমানিল্লাহ’ ।
  • শপথ বা কসম করার কলে বলতে হবে ‘আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ’ ।
  • কাজ সম্পর্কে কারো প্রশ্নের উত্তরে বলতে হবে ‘তাওয়াক্কালতু আলাল্লাহ’ ।
  • সুন্দর ব্যক্তি বা বস্তু দেখে বলতে হবে ‘ফাতাবারকাল্লাহ’ ।
  • মৃত্যু সংবাদ শুনে বলতে হবে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ।
  • ভিক্ষাদান করতে বা চাইতে বলতে হবে ‘ফী সাবীলিল্লাহ’ ।
  • বিবাহের সময় বলতে হবে ‘আমনতু বিল্লাহ’ ।
  • কোন কথা বোধগম্য না হলে বলতে হবে ‘লা হাওলা অলা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ ।
  • বিদায় গ্রহণ বা দান কালে বলতে হবে ‘ফী আমানিল্লাহ’ ।
  • তাওবাহ করবার কালে বলতে হবে ‘আসতাগফিরুল্লাহ’ ।
  • কারও সাথে ভালবাসা স্থাপনকালে বলতে হবে ‘লা হুব্বা ইল্লা বিল্লাহ’ ।
  • নিদ্রা হতে জেগে বলতে হবে ‘লা  ইলাহা ইল্লাল্লাহু’ ।
  • কেউ কিছু দিলে বা পানি পান করালে বলতে হবে ‘জাযাকাল্লাহ’ ।
  • মুছীবতের মধে পড়লে বলতে হবে ‘ইয়া আল্লাহ ’ ।
  • কোন বস্তু বা ব্যক্তির প্রশংসা করার কালে বলতে হবে ‘সুবহানাল্লাহ’ ।
  • কোন কার্য শেষ করে বলতে হবে ‘আলহামদু লিল্লাহ’ ।
  • কারও সাথে কোন চুক্তিবদ্ধ হবার কালে বলতে হবে ‘ইনশাআল্লাহ’ ।

    Previous
    Next Post »