জিজ্ঞাসা : বিবাহ অনুষ্ঠানে সুসজ্জিত গেইট নির্মাণ করে বর পক্ষর লোকজনের সেখান দিয়ে প্রবেশকালে তাদের নিকট থেকে টাকা আদায় করা জায়িয কি-না ?
জিজ্ঞাসা : তেমনিভাবে যদি বর পক্ষের লোকজনের নিকট থেকে টাকা আদায়ের উদ্দেশ্য ব্যতিরেকে কেবলমাত্র তাদের সন্মানার্থে এই গেইট নির্মণ করা হয়, তাহলে সেটা জায়িয হবে কি ?
জবাব : এভাবে গেইট নির্মাণ করায় অপব্যয় ও অপচয় হয় । তাছাড়া্ও কারো ইচ্ছার বিরুদ্ধে টাকা উসূল করা হারাম । এগুলো বর্বরতা ও কু-প্রথা মাত্র । এসব থেকে পরহেয করা জরুরী । টাকা উসূল না করা হলেও অপচয়ের কারণে এবং বিজাতীয় প্রথার অনুকরণের দরুণ বিবাহ উপলক্ষে গেট নির্মণ নিষিদ্ধ ।
[প্রমাণ : ফাতাওয়া মাহমূদিয়া, ১২ঃ৩৯৪ # আস-সুনানুল কুবরা, ৬ঃ১০০ # সূরা বনী ইসরাঈল, ২৬ # তারগীব তারহীব ৩ঃ১৯]
EmoticonEmoticon