১. উস্তাদ আবু সা’আদ বলেন, যদি কেউ কোন পরিচিত লোককে স্বপ্নে দেখে, তবে এ ইংগিত করে যে, সে ঐ ব্যক্তি হতে বা তার সাথে সাদৃশ্য ও সামঞ্জস্যপূর্ণ বা সমনামিয় কোন ব্যক্তির নিকট হতে কোন কিছু হাসিল করবে ।
২. যদি কেউ স্বপ্নে দেখে যে, কোন ব্যক্তির নিকট হতে পছন্দনীয় কোন জিনিস নিয়েছে, তবে তার নিকট হতে যা কিছু আশা করেছে, তা হাসিল করবে ।
৩. যদি লোকটি বেলায়েতের অধিকারী বা প্রশাসক হয়, আর স্বপ্নে দেখে যে, তার নিকট হতে কেউ নতুন কাপড় নিয়েছে, তবে সে তাকে খেলাফত দান করবে বা প্রশাসক নিযুক্ত করবে । আর যদি তার নিকট হতে রশি নিতে দেখে, তবে এটা ওয়াদা-অঙ্গীকার বুঝাবে ।
৪. যদি কেউ স্বপ্নে দেখে যে, তার নিকট হতে কেউ পছন্দনীয় সম্পদ নিয়েছে, তবে সে তার নিকট হতে নিরাশ হবে এবং উভয়ের মধ্যে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হবে ।
EmoticonEmoticon