বৃদ্ধ সম্পর্কীয় স্বপ্ন দেখা ও ফলাফল

১. অপরিচিত বৃদ্ধ বা মধ্য বয়সী লোক স্বপ্নে দেখা, তার সৌভাগ্যের প্রতি ইংগিত করে । যদি উভয়কে বা একজনকে দুর্বল দেখে, তবে এটা তার ভাগ্যের দুর্বলতার (দুর্ভাগ্যের) প্রতি ইংগিত করে ।

২. আর যদি উভয়কে বা একজনকে শক্তিশালী দেখে, তবে এটা তার ভাগ্যের শক্তি বা উন্নত সৌভাগের দিকে ইংগিত করে ।

৩. যদি কেউ স্বপ্নে কোন যুবককে বৃদ্ধ হতে দেখে, তবে সে ইলম (জ্ঞান-বিজ্ঞান) ও আদব-আখলাখ অর্জন করবে ।

৪. যদি কেউ স্বপ্নে কোন বৃদ্ধের পিছনে পিছনে চলতে দেখে, তবে কল্যান ও প্রাচুর্য লাভ করবে ।

৫. যদি কেউ স্বপ্নে কোন গ্রাম্য বৃদ্ধ দেখে, তবে কঠোর স্বাভাবের বন্ধু গ্রহণ করবে ।

৬. যদি কোন তুর্কী বৃদ্ধ দেখে, তবে সে কোন বন্ধু গ্রহণ করবে । আর সে যদি মুসলমান হয়, তবে তার অনিষ্ট হতে বেঁচে যাবে ।

Previous
Next Post »