জিজ্ঞাসা : গান-বাজনা জায়িয না নাজায়িয ? এসবগুলো কুরআন-হাদীসের আলোকে বিস্তারিত জানালে বেশ খুশী হব ।
জবাব : গান-বাজনা সম্পূর্ণভাবে নাজায়িয, হারাম ও নিষিদ্ধ । কেননা, গান দ্বারা অন্তরে নেফাক বৃ্দ্ধি পায় । যেমন – পানি দ্বারা ফসল বৃদ্ধি পায় । তাছাড়া গানের দ্বারা অন্তরে যিনার চাহিদা সৃষ্টি হয় এবং মানুষ বিপথগামী হয় ।
[প্রমাণ : সূরা লোকমান, ২ # তাফসীরে আহমদিয়্যাহ ৪০০ পৃঃ # ইমদাদুল মুফতীন ১০০৩ পৃঃ # দুররে মুখতার মাআশ শামী ৬:৩৪৯]
EmoticonEmoticon