বালিকা বা ছোট মেয়েকে স্বপ্নে দেখা ও ফলাফল

১. ছোট মেয়ে স্বপ্নে দেখা, প্রাচুর্য, শষ্য-শ্যামলা, দুঃশ্চিন্তা মুক্ত হওয়া, কঠিন ও জটিলতার পর সহজতা দেখা দিবে ।

২. যদি কেউ স্বপ্নে গোলাম খরিদ করতে দেখে, তবে চিন্তা ফিকিরে পতিত হবে । আর যদি দাসী-বাঁদী খরিদ করতে দেখে, তবে খায়ের ও বরকত [মঙ্গল ও কল্যাণ] লাভ করবে ।আর অপ্রাপ্তা বয়স্কা বালিকা স্বপ্নে দেখার মধ্যে মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে এবং সুনাম ও ভবিষ্যত মঙ্গলের আশা করা যায় ।

৩. যদি কেউ স্বপ্নে নাবালক গোলাম নিজেকে সাবালক দেখে, তবে সে আজাদ ও মুক্ত হবে । আর যদি সাবালক হতে এবং তাকে সাদা চাদর পরিধান করতে দেখে, তবে সে স্বাধীন মহিলাকে বিবাহ করবে । আর যদি তাকে চাদর পরিধান করতে দেখে, তবে সে তার মালিকাকে বিবাহ করবে ।

৪. যদি কেউ স্বপ্নে তাকে উরযুয়ানী বা লাল চাদর পরাতে দেখে, তবে সে কেন সমভ্রান্ত বংশীয়া মহিলাকে বিবাহ করবে ।

৫. উক্ত স্বপ্ন যদি কোন স্বাধীন লোক দেখে, তবে তার ছেলে সাবালক হওয়ার ইংগিত করে ।

৬. আর এ স্বপ্নই যদি কোন বৃদ্ধ লোক দেখে, তবে এটা তার মৃত্যুর ইংগিত করে ।

৭. আর উক্ত স্বপ্ন যদি কোন গোপন গুনাহকারী দেখে, তবে সে লজ্জিত হবে ।

৮. যদি কেউ স্বপ্নে বালেগ [সাবালক] সন্তান লাভ করতে দেখে, তবে এটা তার জন্য ইজ্জত সম্মান এবং শক্তির প্রতীক হবে ।

৯. স্বপ্নের ব্যাখ্যার দিক দিয়ে সন্তানের পিতার চেয়ে সন্তানের মা বেশী উত্তম ও ফলদায়ক ।

Previous
Next Post »