মহিলা সম্পর্কে স্বপ্নে দেখা ও ফলাফল

১. যদি কেউ স্বপ্নে কোন যুবতী মহিলা দেখে, তবে সে তার শত্রু হবে । যে কোন অবস্থায়ই দেখুক না কেন ।

২. আর যদি কেউ স্বপ্নে বৃদ্ধা মহিলা দেখে, তবে এটা তার দুনিয়া ও ভাগ্য বুঝাবে । মোটকথা বৃদ্ধা মহিলা দেখা, এটা দুনিয়া লাভের ইংগিত করে ।

৩. যদি কেউ স্বপ্নে কোন বৃদ্ধাকে উন্মুক্তা [মুখ হাত ইত্যাদি খোলা] এবং সাজ-সজ্জিতা দেখে, তবে সে তাৎক্ষণিক সুসংবাদ সহ দুনিয়া লাভ করবে ।

৪. আর যদি কেউ স্বপ্নে বৃদ্ধাকে রুক্ষ এবং ক্ষিপ্ত চেহারা বিশিষ্ট দেখে, তবে দুনিয়ার জন্যে তার মান-সম্মান ও পদমর্যাদা ভুলুন্ঠিত হওয়ার ইংগিত করে । আর যদি বৃদ্ধাকে কুৎসিত ও বিশ্রী দেখে, তবে সমস্ত কাজেই সে নিরাশ হবে ।

৫. যদি কেউ স্বপ্নে কোন উলঙ্গ বা বিবস্ত্র বৃদ্ধা দেখে, তবে এটা তার জন্য লজ্জার কারণ হবে । আর যদি নেকাব পরিহিতা দেখে, তবে উদ্দেশ্য সফল হবে, কিন্তু লজ্জা পেতে হবে ।

৬. যদি কেউ স্বপ্নে কোন বৃদ্ধা মহিলাকে তার ঘরে প্রবেশ করতে দেখে, তবে দুনিয়া তার দিকে অগ্রগামী হবে বা দুনিয়া হাসিল করতে পারবে ।

৭. যদি কেউ স্বপ্নে বৃদ্ধাকে তার ঘর হতে বের হতে দেখে, তবে দুনিয়া তার হাত ছাড়া হবে ।

৮. বৃদ্ধা যদি অমুসলিম হয়, তবে এটা তার হারাম দুনিয়া বুঝাবে । আর যদি মুসলিম হয়, তবে এটা তার হালাল দুনিয়া বুঝাবে । আর বৃদ্ধা যদি বিশ্রী হয়, তবে এতে কোন মঙ্গল বা কল্যাণ নিহিত হবে না

৯. যদি কেউ স্বপ্নে কোন যুবতী মহিলাকে স্বপ্নে বৃদ্ধা অবস্তায় দেখে, তবে এটা তার দ্বীন-ধর্ম উত্তম হওয়ার ইংগিত করে ।

১০. যদি কেউ স্বপ্নে কোন বৃদ্ধা মহিলাকে অবাধ্য দেখে, অথচ সে তার সাথে মিলিত হতে [সহবাস করতে] চাচ্ছে, তবে এটা তার দুনিয়া বুঝতে হবে । যা হাসিল করা তার জন্য খুবেই কষ্টসাধ্য হবে । আর যদি সে তার আনুগত্য করে, তবে আনুগত্যের পরিমাণ হিসেবে দুনিয়া হাসিল করা সম্ভব হবে ।

Previous
Next Post »