দাসী-বাঁদী স্বপ্নে দেখা ও ফলাফল

১. যদি কেউ স্বপ্নে বেশভুষায় সুসজ্জিতা মুসলমান দাসী-বাঁদী দেখে, তবে সে ধারণাতীতভাবে শুভ সংবাদ লাভ করবে । আর যদি তারা কাফের হয়, তবে আনন্দের সংবাদ লাভ করবে বটে, কিন্তু তাতে খিয়ানত মিশ্রিত থাকবে ।

২. দাসী-বাঁদীর চেহারায় যদি বিরক্তিভাব ও ক্ষিপ্রতা প্রকাশ পেতে দেখে, তবে ভীতিকর সংবাদ শুনবে ।

৩. দাসী-বাঁদী যদি দূর্বল ও ক্ষীণকায় দেখে, তবে তার চিন্তা ও দরিদ্রতা দেখা দিবে ।

৪. দাসী-বাঁদী যদি বিবস্ত্র দেখে, তবে ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত এবং লজ্জিত হবে ।

৫. যদি কেউ স্বপ্নে কুমারী দাসী-বাঁদীর সাথে সহবাস করতে দেখে, তবে অত্যন্ত মূল্যবান ভূ-সম্পত্তির মালিক হবে এবং লাভবান ব্যবসা-বাণিজ্য করবে ।

৬. দাসী-বাঁদী [মেয়ে] স্বপ্নে দেখার ফলাফল মঙ্গলজনক, তবে এটা তাদের সৌন্দর্য, সুগন্ধি, পোশাক-পরিচ্ছেদের উপর নির্ভরশীল ।

৭. যদি তার পর্দানশীল হয়, তবে দ্বীনদারীসহ কল্যাণ ও বরকত গোপনীয় ও অন্তর্নিহিত হবে । আর যদি বেপর্দা [যে আপন রূপ ও যৌবন অন্যকে দেখিয়ে বেড়ায়] হয়, তবে তর মঙ্গল ও কল্যাণও প্রকাশ্য হবে, আর যদি নেকাব পরিহিত হয়, তবে তার কল্যাণ ও সন্দেহে আবর্তিত বা দ্বিধাগ্রস্ত হবে । যদি চেহারা খোলা হয় তবে মঙ্গল ও কল্যাণ ছড়িয়ে পড়িবে । আর উদ্ধিত স্তনবিশিষ্ট দাসী-বাঁদী দেখে, ঐ কল্যাণ ও মঙ্গলের প্রতি ইংগিত করে, সে যার আশায় ও অপেক্ষায় রয়েছে ।

৮. যদি কেউ স্বপ্নে কোন সুন্দরী মহিলাকে তার ঘরে প্রবেশ করতে দেখে, তবে শান্তি ও আনন্দ লাভ করবে ।

৯. স্বপ্নে সুন্দরী মহিলা দেখার ব্যাখ্যা হল ক্ষণস্থায়ী সম্পদ । কেননা রূপ লাবণ্য এটা ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল ।

১০. যদি কেউ স্বপ্নে দেখে যে, কোন যুবতী মহিলা সামনাসামনি তার দিকে এগিয়ে আসছে, তবে নিরাশ হওয়ার পর পুনরায় তার আশা [কাজ] পূর্ণ হবে ।

১১. স্বপ্নে সাজসজ্জা, গন্ধমী রংয়ের আরবী অপরিচিতা যুবতী মহিলা দেখার সুফল ও উপকারিতা অনেক দীর্ঘ ।

১২. মোটা তাজা মহিলা দেখার ফলাফল, বৎসরের প্রাচুর্য ও শস্য শ্যামলা বুঝায় । আর দুর্বল ও ক্ষীণকায় মহিলা দেখার ফলাফল, বৎসরের দুর্ভিক্ষ ও ফসলহানী বুঝায় ।

১৩. স্বপ্নের ফলাফলের দিক দিয়ে উৎকৃষ্টে এবং উন্নত; আরবী গন্ধমী রংয়ের মহিলা । আর পরিচিতা মহিলার চেয়ে অপরিচিতা মহিলা উত্তম এবং দৃঢ় ফলদায়ক । আর বেশভূষা এবং রূপ-লাবণ্যের দিক দিয়ে সুসজ্জিতা ও পরিপাটি মহিলা অন্যদের তুলনায় উত্তম ।

১৪. গন্ধমী রংয়ের আরবী মহিলা, যারা আচার-ব্যবহার অত্যন্ত আনুগত্যশীলা হবে, স্বপ্নের ফলাফলের দিক দিয়ে তারা অধিক উত্তম হবে । কেননা অন্যান্য মহিলাদের তুলনায় তাদের একটি বিশেষ প্রধান্য রয়েছে ।

Previous
Next Post »