১. যদি কেউ স্বপ্নে নিজেকে কুষ্ঠ রোগাক্রান্ত দেখে, তবে আল্লাহ তাআলার উপর অপবাদ রটানো এবং দুঃসাহস দেখানোর জন্য তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে ।
২. যদি কেউ স্বপ্নে তার শরীরে অত্যধিক কুষ্ঠ রোগের প্রকাশ ঘটতে এবং শরীর ফুলে যেতে দেখে, তবে এটা স্থায়ী সম্পদ বুঝাবে । কেউ স্বপ্নে বলেন এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কাপড় বুঝাবে ।
৩. যদি কেউ স্বপ্নে নামাযরত অবস্থায় নিজেকে কুষ্ঠ রোগাক্রান্ত দেখে, তবে এটা কুরআন পাঠ ভুলে যাওয়ার ইঙ্গিত করে ।
৪. বর্ণিত আছে, একজন লোক ইমাম ইবনে সীরিনের (রহঃ) নিকট এসে বলল, স্বপ্নে আমি নিজেকে কুষ্ঠ রোগাক্রান্ত দেখেছি । উত্তরে তিনি বললেন, তোমার উপর অশ্লীল ও খারাপ কাজের অপবাদ দেয়া হবে, অথচ তুমি উহা হতে মুক্ত ।
EmoticonEmoticon