জিজ্ঞাসা : ইসলামের দৃষ্টিতে মহিলাদের চাকুরী করা কি বৈধ ? মহিলা পুরুষ একই স্থানে চাকুরী করা কতটুকু বৈধ এবং মহিলা পুরুষ একই সাথে পড়া শুনা করার যায়েজ আছে কি ?
জবাব : বৈধ কর্ম ক্ষেত্রে মহিলাদের চাকুরী করা বৈধ । শর্ত হল, সে কর্ম ক্ষেত্র কেবল মহিলাদের জন্য খাস হবে । পুরুষ মহিলা একই স্থলে কর্ম হলে, সে চাকুরী বৈধ নয় । যেহেতু তাতে ফিতনা আছে । নারী মোহিনী ও আকর্ষণময়ী ।
মহানবী (সঃ) আর বলেছেন,
“ আমার গত হওয়ার পরে পুরুষের পক্ষে নারীর চেয়ে অধিক ক্ষতিকর কোন ফিতনা অন্য কোন কিছু ছেড়ে যাচ্ছি না ।”
[প্রমাণ : ৫০৩ আহমাদ, বুখারী ৫০৯৬, মুসলিম ২৭৪০ নং, তিরমিযী, ইবনে মাজাহ]
সুতরাং পর-পুরুষ থেকে যথা সম্ভভ দূরে থাকতে হবে মহিলাকে । নামাযের কাতারের ব্যাপারে তিনি বলেন,
“পুরুষদের শ্রেষ্ঠ কাতার হল প্রথম কাতার এবং নিকৃষ্ট কাতার হল সর্বশেষ কাতার । আর মহিলাদের শ্রেষ্ঠ কাতার হল সর্বশেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হল প্রথম কাতার ।”
[প্রমাণ : ৫০৪ আহমাদ, মুসলিম ৪৪০, সুনান আরবাআহ, মিশকাত ১০৯২ নং]
বলা বাহুল্য যে, নারী পুরুষের অবাধ মেলামেশার মিশ্র প্রতিষ্ঠানে শিক্ষা ও চাকরি মুসলিম মহিলার জন্য বৈধ নয় ।
[প্রমাণ : ৫০৫ ইবনে উষাইমীন]
EmoticonEmoticon