ক্যাসেটে তিলাওয়াত ও গান শোনার হুকুম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (অপসংস্কৃতি)

জিজ্ঞাসা : ক্যাসেটে কুরআন তিলাওয়াত শুনলে, সাওয়াব হবে কি-না ? এবং ক্যাসেটে ধাননকৃত গান শুনলে গুনাহ হবে কি-না ?

জবাব : টেপরেকর্ডারের আওয়ায পাঠকের নিজস্ব আওয়ায নয় । বরং প্রতিধ্বনির ন্যায় পাঠকের স্বরের নকল মাত্র । এ জন্যই ধারণকৃত ক্যাসেটের তিলাওয়াত প্রকৃত তিলাওয়াত নয় ।

সুতরাং টেপরেকর্ডারের সাহায্যে ক্যাসেটে বাজানো কুরআন তিলাওয়াত শুনলে, তাতে প্রকৃত তিলাওয়াত শুনার সওয়াব হয় না । তবে তা শ্রবণ করা নাজায়িয নয় । কিরাআত সহীহ করার জন্য সহীহ ক্বারীদের তিলাওয়াত ক্যাসেটে শোনা যায় ।

পক্ষান্তরে গান-বাদ্য ইত্যাদি, যার আওয়ায মানবাত্মাকে আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী করে দেয় এবং আল্লাহর স্মরণ বিস্মৃত মানুষের ঐ অন্তরে অভিশপ্ত শয়তান কুমন্ত্রণা দিতে প্রয়াস পায় । যে কারণে ইসলাম গান বাদ্যকে অবৈধ তথা হারাম ঘোষণা করেছে । আর গান-বাদ্য শ্রবণ অবৈধতায় সরাসরি কিংবা যন্ত্রের মাধ্যমে যেমন গ্রামফোন, রেডিও, টিভি এবং ক্যাসেট ইত্যাদির মধ্যে শরীয়ত কোন পার্থক্য করেনি । গান গাওয়া এবং শ্রবণ করা সর্বাবস্থায়ই হারাম । 

কাজেই ক্যাসেটে ধারণকৃত তিলাওয়াত শ্রবণে সাওয়াব না হওয়ার উপর ধারণকৃত ক্যাসেটের গান-বাজনা শ্রবণে গুনাহ না হওয়ার যুক্তি প্রদর্শনের কোন অর্থই হতে পারে না । কারণ গানের অস্তিত্বই যে শরীয়ত অবৈধ ঘোষণা করেছে ।

[প্রমাণ : ফাতাওয়া শামী, ৬:৩৪৮,৪৯ # ফাতাওয়া আলমগীরী, ৫:৩৫১,৩৫২ # আলাতে জাদীদাহ, ২২২]

Previous
Next Post »