জিজ্ঞাসা : আমেরিকা এবং পাশ্চাত্য জগত সারা বিশ্বে খৃষ্টান ধর্ম প্রচারের ব্যাপারে এত তৎপর কেন ? তারা ইসলামকে কেন এত ভয়ের নযরে দেখে ?
জবাব : পাশ্চাত্য জগত সারা বিশ্বে তাদের প্রভুত্ব ও কর্তৃত্ব বিস্তার ও প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর । আর কমিউনিজমের মৃত্যুর পর এখন তারা একমাত্র ইসলাম ও মুসলমানদেরকে তাদের প্রতিপক্ষ ভাবছে । সুতরাং বিশ্ব প্রভুত্ব কায়িম করতে হলে তাদের একমাত্র পথ সারা বিশ্ব থেকে ইসলামকে মুছে ফেলে খৃষ্টবাদ কায়িম করা । কারণ খৃষ্টানরাই তাদের একান্ত নিজস্ব লোক । এ জন্যই শিক্ষা ও সেবার মুখোশ পরে পৃথিবীর সকল এলাকায় বিভিন্ন ধর্মের লোকদের তারা খৃষ্টান বানাচ্ছে । এ কাজে তাদের নারী-পুরুষ সকলেই তৎপর । একজন মুসলমান তার সহীহ দ্বীন প্রচারে যতটুকু না তৎপর, তার চেয়ে হাজার গুণ বেশী তৎপর একজন খৃষ্টান । কারণ, তারা সকলেই বিশ্ব প্রভুত্ব মনে প্রাণে কামনা করে । আর তাদের এ উদ্দেশ্য বাস্তবায়নে একমাত্র বাধা হচ্ছে দ্বীনে হক ইসলাম এবং মুসলমানগণ । অন্যসব ধর্ম বাতিল । কাজেই সেগুলোকে আয়ত্বে আনা তাদের জন্য সবচেয়ে জরুরী কর্তব্য হয়ে পড়েছে । এ জন্যই সারা দুনিয়াতে তারা ইসলামকে মিটানোর জন্য এবং খৃষ্টবাদ বা নাস্তিক্যবাদ কায়িম করার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করছে । এ লক্ষ্যে বিশ্বের শিক্ষা-সংস্কতি অর্থনীতি রাজনীতি ইত্যাদিতে তারা সরাসরি দখল দিতে সচেষ্ট । যাতে করে পর্যায়ক্রমে ইসলামের শিক্ষা-সংস্কতি, তহযীব-তামাদ্দুনকে আস্তে আস্তে খতম করে দিয়ে তাদের নিজস্ব কৃষ্টি-কালচার, বেহায়াপনা ও পশুত্ব সব জায়গায় প্রতিষ্ঠিত করা যায় । আর এ একই উদ্দেশে বিশ্বের হিন্দু, বৌদ্ধ ও ইয়াহুদী ইত্যাদি কাফিরদেরকে মুসলিম ধ্বংস কাজে লেলিয়ে দিয়ে তারা পর্দার আড়াল থেকে পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে । আর মুসলামানদের সান্তনা ও ধোকা দেয়ার জন্য মাঝে মাঝে জাতিসংঘের মাধ্যমে কিছু নিন্দা প্রস্তাব বা মায়াকান্না দেখাচ্ছে । বার্মা, কাশ্মীর, ফিলিস্তিন ও বসনিয়ার দিকে লক্ষ্য করলে এ সত্য দ্বিপ্রহরের ন্যায় উদ্ভাসিত হয়ে উঠবে । আর কোন প্রমাণের প্রয়োজন পড়বে না ।
EmoticonEmoticon