গান শ্রবণ করা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (অপসংস্কৃতি)

জিজ্ঞাসা : আমি জানতে আগ্রহী যে, শরীয়তের দৃষ্টিতে গান বাদ্য শ্রবণ করা কতটুকু জায়িয ? অনেকে বলে থাকে বাদ্য ছাড়া গান শ্যবণ করা জায়িয আছে ।

জবাব : গান-বাজনা শরীয়কের দৃষ্টিতে হারাম ও মহাপাপ । রাসূল কারীম (সাঃ) ইরশাদ করেন, কিয়ামতে সংঘটিত হওয়ার পূর্বে পাপকার্য ব্যাপকহারে বৃদ্ধি পাবে । নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতা এর অন্যতম । (তিরমিযী শরীফ) অন্য এক হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আ‘লামীন আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য প্রেরণ করেছেন । {মুসনাদে আহমদ}

পবিত্র কুরআনে সূরায়ে লুকমান আয়াত নং ৬ এবং সূরায়ে বনী ইস্রাইল আয়াত নং ৬৪, উক্ত আয়াতদ্বয়ে গান এবং বাদ্যযন্ত্র বাজারো হারাম । যারা পাপ কজে জড়িত হবে তাদের জন্য কঠোর শাস্তির কথা বিরত থাকা ফরয । যেহেতু গান গাওয়া এবং বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি শরীয়তের দৃষ্টিতে হারাম ও মহাপপ সুতরাং গান শোনা জায়িয হওয়ার কোন প্রশ্নই উঠে না । অবশ্য যদি বিষয়বস্তু সম্পূর্ণ ইসলামী হয় এবং তার সাথে কোন বাদ্যযন্ত্র না থাকে এবং কোন পুরুষ তা পড়ে, যাকে গযল বলা হয় এটা জায়িয আছে ।

[প্রমাণ : সূরা লোকমান, ৬ # রূহুল মাআনী, ১১:৬৭-৬৮ # লিসানুল আরব ৪:২-৪ # দুররে মুখতার, ৫:২৪৫ # নাইলুল আওতার, ৮:১০০ # মিশকাত, ৪১১]

Previous
Next Post »