যে কোন কাজ করার পর তাহার ফল ভাল হইবে না মন্দ হইবে তাহা আগেই জানার জন্য কাজ আরম্ভের সাতদিন পূর্ব হইতে প্রত্যহ ফজর ও এশার নামাযের পরে ১০১ বার করে -
আরবি : يَا مُهَيْمِنُ
বাংলা উচ্চারণ : ইয়া মুহাইমিনু
এসেমটি জিকির করবে । তারপর পাঁচবার দরুদ শরীফ পাঠ করিবে । প্রত্যেকদিন রাত্রে অযু করিয়া নিদ্রা যাইবে । ইহাতে আল্লাহ পাক ঐ কাজের ভাল মন্দ ফলাফল স্বপ্নের দ্বারা জানাইয়া দিবেন।
EmoticonEmoticon