পর্দা করার মূল কারণ

ইসলামে পর্দার ব্যবস্থা করা হইয়াছে পরিবারের পবিত্রতা ও স্থায়ীত্বের জন্য । পর্দা ব্যবস্থা বাস্তবায়িত না হইলে সংসার জীবনের শান্তি বিনষ্ট হইয়া যায় । এই পর্দা দুই পর্যায়ে করার নির্দেশ আছে । এক প্রকার হইতেছে ঘরের আর অপর প্রকার হইতেছে বাহিরের । ঘরের অভ্যন্তরে থাকার সময় পর্দা পালন করা মুসলমান মেয়েদের জন্য যেমন কর্তব্য; তেমনি ঘরের বাহিরের বেলায়ও প্রযোজ্য । এই উভয় ক্ষেত্রের জন্য যে পর্দা ব্যবস্থা এটাই হইতেছে ইসলামের পরিপূর্ণ পর্দা ব্যবস্থা ।

Previous
Next Post »